ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার রায়কে ঘিরে উত্তপ্ত কুমিল্লা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
খালেদা জিয়ার রায়কে ঘিরে উত্তপ্ত কুমিল্লা

কুমিল্লা: বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করা হবে। রায়কে ঘিরে সংঘর্ষ ও নাশকতা এড়াতে সারাদেশের মতো কুমিল্লা মহানগরীসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

৫/৬ দিন ধরে বিএনপি-জামায়াত এর প্রায় দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ রায়কে ঘিরে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ কুমিল্লার ১৬ উপজেলার মাঠ নিজেদের দখলে রাখার ঘোষণা দিয়েছে।

অপরদিকে বিএনপি নেতাকর্মীরা কিছুটা কৌশলী মনোভাবে রয়েছে। রায় বিপক্ষে গেলে তারা সংঘর্ষ-নাশকতা না করে রাজনৈতিকভাবেই এর প্রতিবাদ করার ঘোষণা দিয়েছে।

বিভিন্ন সূত্রমতে, ৫/৬ দিনের ধড়পাকড়ের ফলে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি-জামায়াতের বেশিরভাগ নেতাকর্মী আত্মগোপনে চলে গেছেন। অনেকের মোবাইল ফোন বন্ধ রয়েছে। আবার অনেকে বিকল্প মোবাইল সিম ব্যবহার করে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক নেতা জানান, আমরা সংঘর্ষে যাবো না। আমরা মাঠে নামলে নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতার-মামলা আরো বাড়বে। তাই কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর কর্মসূচি থেকে সরে কৌশলি ভূমিকা পালন
করবো। পরিস্থিতি শান্তভাবে মোকাবেলা করা হবে।

জেলা দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জানান, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এ দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে মামলার রায় গেলে তো ভাল। কিন্তু বিপক্ষে গেলে আমরা তা রাজনৈতিকভাবেই প্রতিবাদ করবো।

বিএনপির শরীকদল জামায়াত ইসলামী বেশ কয়েক বছর ধরে কুমিল্লায় নিষ্ক্রিয় রয়েছে। খালেদা জিয়ার রায়কে ঘিরে তাদের মধ্যে তেমন কোন প্রতিক্রিয়া নেই বলে জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লার জামায়াতের এক নেতা বলেন, আমাদের নেতাকর্মীরা কেউ বাড়িতে থাকতে পারে না। গ্রেফতার-মামলায় সবাই জর্জরিত। খালেদা জিয়া আমাদের জোটের নেত্রী। রায় বিপক্ষে গেলে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিবে। শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ ও নিন্দা জানানো হতে পারে।

এদিকে রায়কে ঘিরে বিএনপি-জামায়াত এর নেতাকর্মীরা যাতে কুমিল্লার রাজপথ
দখল নিতে না পারে সেদিকে লক্ষ্য রেখেই মাঠ পুরোপুরি নিজেদের দখলে রাখার ঘোষণা দিয়েছে মহানগর ও জেলা আ’লীগের নেতারা।

পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এমপি জানান, কারো সাথে যুদ্ধ করা আমাদের উদ্দেশ্য নয়। তবে আগামী সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকব। সরকারের অংশ আওয়ামী লীগ। সরকারের যেকোন কর্মকাণ্ডে আওয়ামী লীগ সহযোগিতা করবে।

কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেলপথ মন্ত্রী মজিবুল হক এমপি বলেন, রায়ের দিন ৮ ফেব্রুয়ারিসহ যেকোন সময় বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড অতীতের মত জনগণ প্রতিহত করবে। রায়কে ঘিরে কোনো
ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না।

কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসাইন জানান, শান্তি প্রিয় কুমিল্লার সাধারণ জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে কুমিল্লা জেলা পুলিশ যেকোন ধরনের নাশকতা ও অপশক্তির যে কোন ধরণের অপতৎপরতা রুখতে দৃঢ় প্রতিঙ্গ এবং সেভাবেই আমাদের প্রস্তুতি আছে।

বাংলাদেশ সময়: ০৫৪৩ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।