ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাতীবান্ধায় ছাত্রদল ও জামায়াতের ৩ নেতা গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
হাতীবান্ধায় ছাত্রদল ও জামায়াতের ৩ নেতা গ্রেফতার

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিবসহ জামায়াত-শিবিরের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে ওই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব জাহিদ (৩০), একই ইউনিয়নের শিবিরের সাথী ফারুক হোসেন (২৮) ও কালীগঞ্জ উপজেলা জামায়াতের রোকন আব্দুর রশিদ (৪৫)।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাসান সরদার বাংলানিউজকে জানান, হাতীবান্ধা উপজেলা অডিটোরিয়াম মোড় এলাকায় অভিযান চালিয়ে জাহিদকে গ্রেফতার করা হয়। একই সময় উপজেলা শিবিরের সাথী ফারুক হোসেনকে সিঙ্গিমারী গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অপর একটি দল হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে কালীগঞ্জ উপজেলা জামায়াতের রোকন আব্দুর রশিদকে গ্রেফতার করে।

ওসি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় নাশকতার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।