ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার সিলেটযাত্রা: নরসিংদীতে বিএনপি-ছাত্রলীগ উত্তেজনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
খালেদার সিলেটযাত্রা: নরসিংদীতে বিএনপি-ছাত্রলীগ উত্তেজনা নরসিংদীতে বিএনপি-ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা

নরসিংদী: সিলেটে যাওয়ার পথে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহর নরসিংদী জেলখানার মোড়ে পৌঁছালে ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। এসময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে খালেদা জিয়ার গাড়ি বহর জেলখানার মোড়ে এলে ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠি নিয়ে এগিয়ে আসে। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকনের নেতৃত্বে দলের নেতাকর্মীরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।

এ অবস্থায় খালেদা জিয়ার গাড়ি বহর না থামিয়ে সিলেটের উদ্দেশে চলে যায়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি নেতা সুলতান উদ্দিন মোল্লা ও গোলাম কবির কামালকে আটক করেছে।

এদিকে, বিএনপির দাবি, সকাল থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রেখেছিল, যাতে খালেদা জিয়া স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে না পারেন। অপরদিকে, বিএনপির দাবি, নরসিংদীর ইটাখোলা, শিবপুর ও মরজাল এলাকায়ও এমন ঘটনা ঘটেছে। তবে, আওয়ামী লীগের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় পুলিশ বলছে, এ রকম কোনো হামলার খবর তাদের জানা নেই।  

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এসআই

** 
সিলেটের পথে খালেদা
** ‘প্রচারণা নয়, মাজার জিয়ারতে সিলেটে যাচ্ছেন খালেদা’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।