ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

বাগেরহাট: বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম ভূঁইয়া তানুকে (৩৫) গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে বাগেরহাট শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
তানু ভূঁইয়ার বড় ভাই বাগেরহাট পৌর শ্রমিক দলের সভাপতি সেলিম ভূঁইয়া বলেন, মঙ্গলবার বিকেলে খুলনার কালিবাড়ি এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ তানুকে গ্রেফতার করে। সে সব মামলায় জামিনে রয়েছে, মিথ্যা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে দাবি করেন তিনি।

পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বাংলানিউজকে বলেন, বাগেরহাটে নাশকতা পরিকল্পনার অভিযোগে তানুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।