ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গয়েশ্বর রায়কে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে: রিজভী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
গয়েশ্বর রায়কে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে: রিজভী  বিএনপির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গোয়েন্দা (ডিবি) পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত পৌনে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্য়ালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।  

এ ঘটনায় দলের পক্ষে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, রাত পৌনে ১০টার দিকে গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে।

উপস্থিত সবাই দেখেছে। কোথায় নিয়ে গেছে তা কেউ জানে না।  

** গয়েশ্বর চন্দ্র রায় আটক, দাবি বিএনপির

‘আমরা চাই অবিলম্বে গয়েশ্বর চন্দ্রকে তার পরিবার ও দলের কাছে ফিরিয়ে দেওয়া হোক। ’ 

রিজভী বলেন, গোয়েন্দা পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আমরা অবিলম্বে তার মুক্তি চাই।  

এ সময় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।