ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচন করবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচন করবে

ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে। তাদের সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপের কোনো অবকাশ নেই।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

তোফায়েল বলেন, এর আগে ২০১৪ সালে আমরা সংলাপ চেয়েছিলাম, কিন্তু বিএনপি আসেনি।

এখন তারা সংলাপ চায়, কিন্তু আওয়ামী লীগ তা চায় না।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন হবে। বিশ্বের দেশে দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৯ বছরে দেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে ডিজিটাল মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।  

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
কেজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।