ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নওগাঁর ৬ উপজেলার ৯ আসনে ভোটগ্রহণ চলছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
নওগাঁর ৬ উপজেলার ৯ আসনে ভোটগ্রহণ চলছে ভোটাধিকার প্রয়োগ করছে এক নারী

নওগাঁ: নওগাঁর ৬টি উপজেলার সংরক্ষিত ৯টি মহিলা আসনের উপ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার (২৯ জানুয়ারি) স্ব স্ব উপজেলা পরিষদ চত্বরে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

সোমবার সকাল ৮‍টা থেকে ভোটগ্রহণ শুরু করার কথা থাকলেও অধিকাংশ কেন্দ্রে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করতে পারেনি নির্বাচন কর্মকর্তারা। তাছাড়া ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতও কম।

জেলা নির্বাচন কর্মকর্তা সাহিনুর রহমান বাংলানিউজকে জানান, নওগাঁ সদর, মান্দা, সাপাহার, আত্রাই, পত্নীতল‍া, বদলগাছী এসব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৬ উপজেলার ৯টি আসনের প্রার্থী সংখ্যা ২০ জন এবং ভোটার সংখ্যা ২৭৩।

তিনি আরও জানান, জেলায় ১১টি উপজেলার ৩৫টি খালি আসনের মধ্যে ২৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছে। ২টি আসনে কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি।

এদিকে ভোটগ্রহণকে কেন্দ্র করে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী নিযুক্ত রয়েছে। ভোটগ্রহণ চলবে বেলা ২টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ২৯ জানুয়ারি, ২০১৮

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।