ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

ঢাকা: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।  

এর আগে ১৪ জানুয়ারি (শনিবার) সবশেষ জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছিলেন বিএনপি প্রধান।

বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনের প্রার্থী নির্ধারণ এবং জোটের শরিক দলের নানা বিষয়ে আলোচনা হয়েছিল।  

এদিকে, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তি-তর্ক শেষে রায় ঘোষণার দিন ধার্য করেছে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত। ধার্য তারিখ অনুযায়ী বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) রায় ঘোষণা করবেন আদালত।

বৈঠকে খালেদা জিয়ার মামলা এবং মামলা সংক্রান্ত বিষয়ে দলের নেতাকর্মীদের উপর যাতে কোনো প্রভাব না পড়ে। একইসঙ্গে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা বিষয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।