ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি জ্ঞান হারিয়ে ফেলেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
বিএনপি জ্ঞান হারিয়ে ফেলেছে বক্তব্য রাখছেন মাহবুব উল আলম হানিফ

কুষ্টিয়া: বিএনপি জ্ঞান হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

তিনি বলেছেন, ‘বিএনপি এখন রাজনৈতিকভাবে এতটাই দেওলিয়া হয়ে গেছে যে, কোন কথাটা রাষ্ট্রদ্রোহিতা, কোন কথায় শপথ ভঙ্গ হয় তা তারা জানে না।

পদ্মা সেতু নির্মাণ নিয়ে খালেদা জিয়ার করা বক্তব্যের সমালোচনা করতে গিয়ে শুক্রবার (১২ জানুয়ারি) সকালে কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে মেলা পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার উদ্ভট বক্তব্য প্রসঙ্গে কথা বলেছেন, এতে কোনো রাষ্ট্রদ্রোহিতা বা শপথ ভঙ্গ হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকিয়ানা, পুলিশ সুপার (সদ্য পদোন্নতি) জয়নুল আবেদীন প্রমুখ।

এর পর তিনি মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়া প্রায় ৯০টি স্টল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।