ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৫ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
 ৫ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে বিএনপি সাংবাদিক সম্মেলনে বিএনপির নেতাকর্মীরা/ছবি: বাংলানিউজ

ঢাকা: পাঁচ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 'গণতন্ত্র হত্যা দিবস' উপলক্ষে সমাবেশ করবে বিএনপি। একই দিনে সারাদেশের মহানগরী, জেলা-উপজেলায় কালো পতাকা মিছিল করবে দলটি।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।  

তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শনিবার আমরা অনুমতি চেয়ে চিঠি দিয়েছি।

এখনো কোনো অনুমতি পাইনি। তবে আশা করছি বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।