ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থী জয়ী

গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চৌধুরী এমদাদুল হক বেরসকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯২৩ ভোট।

গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চৌধুরী এমদাদুল হক বেরসকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯২৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. মোল্লা ওবায়দুল্লাহ বাকী (কাপ-পিরিচ প্রতীক) নিয়ে পেয়েছেন ১৫ ভোট।

প্রার্থী, দলীয় সূত্র ও প্রিজাইডিং অফিসাররা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।