ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোট দিয়ে সাখাওয়াত বললেন, যাই ফল হোক মেনে নেবো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
ভোট দিয়ে সাখাওয়াত বললেন, যাই ফল হোক মেনে নেবো ছবি: ভোট দিলেন বিএনপির মেয়র প্রার্থী, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিজের ভোট দিয়েছেন...

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিজের ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে শহরের ১৩নং ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি।

পরে বের হয়ে সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে জনতা যে রায় দেবে আমি সেটা মেনে নেবো। আমি চাই নির্বাচন অবাধ হোক। মানুষ এসে ভোট দিক। প্রশাসনও নিরপেক্ষ হোক যাতে, ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন। এখন পর্যন্ত কোন খারাপ খবর আসেনি।

‘জনগণ ভোট দিতে পারলে আমি জয়ী হবো ইনশাআল্লাহ,’ যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।