ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সৈয়দ আশরাফের দোয়া নিলেন আইভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
সৈয়দ আশরাফের দোয়া নিলেন আইভী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দলের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দলের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

 

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর)  সকালে সৈয়দ আশরাফের বেইলি রোডের বাসায় যান আইভী।

সেখানে তিনি আধা ঘণ্টার মতো নির্বাচনের বিষয় নিয়ে কথা বলেন বলে সূত্রে জানা গেছে।

 

সূত্র জানায়, সেলিনা হায়াৎ আইভী এ সময় সৈয়দ আশরাফের কাছে দোয়া চান এবং নির্বাচনের বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন।

আইভী বলেন, ‘আমি যখন পৌরসভা নির্বাচনে প্রার্থী হই, আপনি তখন আমার জন্য নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন। তিনদিন নারায়ণগঞ্জে থেকে প্রচার চালিয়ে ছিলেন। নির্বাচনী মাঠে থেকে আপনি আমাকে বিজয়ী করে এনেছিলেন। আমি আপনার দোয়া নিতে এসেছি, এবার আমি আপনার দোয়া চাই’।

আইভীর দেখা করার বিষয়টি বাংলানিউজকে জানান জনপ্রশাসনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী একেএম সাজ্জাদ হোসেন শাহীন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এসকে/আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।