ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শ্যামনগরে আটক জামায়াত নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
শ্যামনগরে আটক জামায়াত নেতা কারাগারে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর গ্রাম থেকে আটক জামায়াতের আমির লিয়াকত আলীকে (৪৫) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর গ্রাম থেকে আটক জামায়াতের আমির লিয়াকত আলীকে (৪৫) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ ডিসিম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান
বাংলানিউজকে জানান, দীর্ঘদিন পালিয়ে থাকা আসামি লিয়াকত আলীকে বুধবার রাতে উপজেলার নুরনগর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার কর‍া হয়। তার বিরুদ্ধে সহিংসতার সাতটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।