ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাহমুদুর রহমানকে দেখতে ইউনাইটেডে গেলেন খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
মাহমুদুর রহমানকে দেখতে ইউনাইটেডে গেলেন খালেদা ছবি: বাদল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে দেখতে ইউনাইটেড হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ঢাকা: দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে দেখতে ইউনাইটেড হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (৩০ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে তিনি হাসপাতালে যান।

এ সময় তিনি মাহমুদুর রহমানের সার্বিক খোঁজ খবর নেন।

গত ২৩ নভেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মাহমুদুর রহমান।

দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
জেডএফ/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।