ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে জ‌ঙ্গি ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।

পিরোজপুর: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে জ‌ঙ্গি ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।

 

বুধবার (৩০ নভেম্বর) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছার‌ছিনা দরবার শরীফে তিন‌ দিনব্যাপী ১২৬ তম বা‌র্ষিক ঈছালে ছওয়াব মাহ‌ফিলের আখেরী মোনাজাতে প্রধান অ‌তি‌থির বক্তব্যে তি‌নি এ কথা বলেন।

ছার‌ছিনা দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ আখেরী মোনাজাত প‌রিচালনা করেন।

আখেরী মোনাজাতে অন্যান্যের মধ্যে উপ‌স্থিত ছিলেন-পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ‌কেএমএ আউয়াল, ব‌রিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, ব‌রিশাল বিভাগীয় ক‌মিশনার মো. গাউস, ব‌রিশাল রেঞ্জের ডিআই‌জি শেখ মারুফ হাসান, পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ ও পু‌লিশ সুপার মো. ওয়া‌লিদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।