ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চাটখিল ছাত্রদলের ৩ নেতা ঢাকায় গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
চাটখিল ছাত্রদলের ৩ নেতা ঢাকায় গ্রেফতার

নোয়াখালী: ঢাকার পল্টন এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।

শনিবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



এরা হলেন- উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর ছাত্রদল নেতা ফয়সাল ও খিলপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা সুজন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত মাসুদ রানার বিরুদ্ধে চাটখিল থানায় নাকশকতার অভিযোগে মামলা রয়েছে। অন্যদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।