ঢাকা, সোমবার, ৯ চৈত্র ১৪৩১, ২৪ মার্চ ২০২৫, ২৩ রমজান ১৪৪৬

রাজনীতি

শরীরে একবিন্দু রক্ত থাকতে আ.লীগকে রাজনীতি করতে দেব না: আখতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
শরীরে একবিন্দু রক্ত থাকতে আ.লীগকে রাজনীতি করতে দেব না: আখতার

ঢাকা: শরীরে একবিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেব না বলে হঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর জাতীয় নাগরিক পার্টি আয়োজিত সমাবেশ থেকে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, আমাদের ভাইয়েরা খুনি হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে জীবন দিয়েছিল। বাংলাদেশকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে আমাদের ভাইয়েরা জীবন দিয়েছিল। আমাদের যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে, চোখের সামনে আমরা যাদের জীবন যেতে দেখেছি, তাদের রক্তের শপথ আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেব না।

তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের নৌকা শুধু ফুটো নয়, নৌকা ভেঙে চৌচির হয়ে বঙ্গোপসাগরে ভেসে গিয়েছে। ওই নৌকা মার্কাকে বঙ্গোপসাগর থেকে আর তুলে নিয়ে আসা যাবে না। বাংলাদেশের মানুষ মুজিববাদী আদর্শের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদী আদর্শের বিরুদ্ধে তাদের জবান পরিষ্কার করেছে। মুজিববাদী আদর্শ বাংলাদেশে আর পুনর্বাসিত হতে দেওয়া যাবে না।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আখতার হোসেন বলেন, আশ্চর্যের বিষয় হচ্ছে, সাত মাস পেরিয়ে গেছে, এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিচারিক কার্যক্রম শুরু করে নাই। আজকের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, দল হিসাবে আওয়ামী লীগকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের নামে কোনো সাংগঠনিক এবং রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ঘোষণা করতে হবে।

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব বলেন, আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না হয়, ছাত্র-জনতা আবার রাজপথে নেমে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেই ছাড়বে ইনশাআল্লাহ।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই ভালো আওয়ামী লীগের কথা বলেন, আমরা বলি লোম বাছতে যেমন কম্বল উজার হয়ে যায়, ভালো আওয়ামী লীগ বাছাই করতে গেলে গোটা আওয়ামী লীগই উজাড় হয়ে যাবে। আওয়ামী লীগের কোনো ভালো নেতৃত্ব নাই।

আখতার হোসেন আরও বলেন, যে আওয়ামী লীগ এখন পর্যন্ত পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, মোদি বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড, ’২৪-এর হত্যাকাণ্ডসহ কোনো হত্যাকাণ্ডের জন্য কোন দুঃখ প্রকাশ করেনি। এখন পর্যন্ত কোনো অনুশোচনা প্রকাশ করেনি। এখন পর্যন্ত কোনো দায় স্বীকার করে নাই। সেই আওয়ামী লীগের পক্ষে যদি বাংলাদেশের কোনো শক্তি, বাংলাদেশের কোনো ব্যক্তি দাঁড়ানোর চেষ্টা করে, বাংলাদেশের ছাত্র-জনতা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে।

জাতীয় নাগরিক পার্টির এই শীর্ষ নেতা বলেন, আমাদের অবস্থান খুবই পরিষ্কার, আমরা স্পষ্ট করে বলতে চাই, শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের আদর্শ এবং মার্কার কোনো রাজনীতি চলবে না, সেই নিশ্চয়তা আমাদের দিতে হবে। জাতীয়ভাবে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে জুলাই চার্টারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা উল্লেখ করতে হবে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
আরকেআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।