গাইবান্ধা: অপারেশন ডেভিল হান্টের প্রথমদিন গাইবান্ধার সাঘাটা থেকে সিরাজুল ইসলাম (৫০) নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে তাকে আটক করা হয়।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
আটক সিরাজুল সাঘাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাঘাটা বাজার এলাকার মৃত কোরবান আলীর ছেলে।
ওসি শাহিনুর ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্টে সাঘাটা থানা পুলিশের সহযোগিতায় নাশকতার পরিকল্পনাকারী হিসেবে সিরাজুলকে আটক করা হয়েছে। মামলা শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। জেলার বিভিন্ন থানা এলাকায় এমন অভিযান চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
এসআরএস