ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

নমরুদের মতো হাসিনা নিজেকে আইন- আদালতের ঊর্ধ্বে মনে করতেন: রিজভী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
নমরুদের মতো হাসিনা নিজেকে আইন- আদালতের ঊর্ধ্বে মনে করতেন: রিজভী কম্বল বিতরণ করছেন রুহুল কবির রিজভী। 

বগুড়া: নমরুদের মতো শেখ হাসিনা নিজেকে আইন, আদালতের ঊর্ধ্বে মনে করতেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়ার গাবতলী উপজেলার বাঘবাড়িতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভিটায় তিনি এ কথা বলেন।

এদিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, নমরুদ যেমন মনে করতেন আল্লাহর চাইতে তার বেশি শক্তি, শেখ হাসিনা সেই পর্যায়ে ছিলেন। তিনি দুর্নীতি করবেন, টাকা পাচার করবেন কিন্তু তাকে স্পর্শ করতে পারবে না। এত ক্ষমতা যে তার কথায় চারিদিক থেকে পুলিশ, বিজিবি গণতান্ত্রিক আন্দোলন থামাতে ঝাপিয়ে পরতো। শেখ হাসিনা গণতন্ত্রের পথ বন্ধ করতে গুমের রাজনীতি শুরু করে রাজনৈতিক নেতাদের গুম করে অদৃশ্য করে দিয়েছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে ছাত্রনেতা, যুবনেতা থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান পর্যন্ত অনেকের লাশ বিভিন্ন নদীর ধারে ফেলে রাখত। ১৫ বছর চারদিকে শুধু লাশ আর লাশ। সজীব ওয়াজেদ জয় শতশত লাখ লাখ কোটি টাকা পাচার করলেও তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি৷

তিনি আরও বলেন, জিয়াউর রহমান তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে, তার আদর্শে এমন দৃষ্টান্ত রেখে গেছেন যেন হাজার বছর ধরে তা লালন করা যায়। শহীদ জিয়াউর রহমান চিরদিন-চিরকাল মানুষের হৃদয় মাঝেই বেঁচে থাকবেন। তিনি একজন দেশ প্রেমিক ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি মানুষের ও দেশের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছেন। কৃষকের সুবিধার জন্য তিনি ১৪০০ কিলোমিটার খাল খনন করেছিলেন।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ-সভাপতি রাসেল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবির, সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুন হাসমি দিপু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, বিএনপি নেতা তাহা উদ্দিন নাঈম, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।