ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

জনগণ নয় ভারতের সম্পর্ক ছিল একটি দলের সঙ্গে: খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
জনগণ নয় ভারতের সম্পর্ক ছিল একটি দলের সঙ্গে: খোকন খায়রুল কবির খোকন

নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, জনগণ নয় ভারতের সম্পর্ক ছিল একটি দলের সঙ্গে। যে কারণে তাদের অনুপস্থিতিতে দুই দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হচ্ছে।

তাই বলতে চাই প্রভু নয় ভারত আমাদের বন্ধু হবে, তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চাই।  

বিজিবির হাতে সীমান্তে কোনো মানুষ মারা যায়নি, বরং বিএসএফ নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে, ছোট রাষ্ট্র বলে ছোট করে দেখার সুযোগ নাই বলেও হুমকি দেন তিনি।

রোববার (১৯ জানুয়ারি)  বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলার বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগের ইতিহাস হলো বেইমান, বিশ্বাস ঘাতকের ইতিহাস। আওয়ামী লীগ দেশের জন্য কিছুই করেনি। তারা শুধু নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিল। ওয়ান ইলেভেনের বাই প্রোডাক্ট সরকার ছিল আওয়ামী লীগ সরকার, আমরা সেই প্রমাণ পেয়েছি।

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি জলিল, আব্দুল বাসেত, ফারুক উদ্দিন ভুঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সহ জেলা বিএনপির নেতারা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।