ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

বড়লেখায় ছুরিকাঘাতে যুবদল নেতা খুন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
বড়লেখায় ছুরিকাঘাতে যুবদল নেতা খুন নোমান আহমদ

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় নোমান আহমদ নামে এক যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

নোমান সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক ও রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার তদন্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, শনিবার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ৮টায় বাড্ডা বাজারে দাঁড়িয়ে ছিলেন নোমান। এ সময় আকস্মিক দুই যুবক এসে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেু প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানা সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোমান বাড্ডা বাজারে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ দুই যুবক এসে তার বুকে ছুরি দিয়ে কুপিয়ে দ্রুত পালিয়ে যান। তবে কী কারণে নোমানকে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ তাদের আটক করতে মাঠে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫                                
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।