ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

রাজনৈতিক ধারাকে পাল্টাতে চাই: হেলাল

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
রাজনৈতিক ধারাকে পাল্টাতে চাই: হেলাল

বরিশাল: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, রাজনৈতিক দল জনগণের জন্য কাজ করে। বাংলাদেশে রাজনৈতিক ধারায় বিভিন্ন ধরনের ব্যত্যয় হয়েছে, হচ্ছে।

আমরা এ ধারাকে পাল্টাতে চাই। জামায়াত ইসলাম যে রাজনৈতিক ধারা করছে সে বিষয়ে বক্তব্য আগামী ২১ জানুয়ারির কর্মী সম্মেলনে আমিরে জামায়াত অবশ্যই রাখবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে শুধু রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন নয়, জামায়াত ইসলাম একটি চরিত্রের পরিবর্তনের ধারা তৈরি করেছে এবং ৫৩ বছরে জামায়াত ইসলামের এমপি-মন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত এ ধারায় একদল নিষ্ঠাবান রাজনৈতিক সেবক তৈরি হয়েছে। মানুষকে পরিবর্তন করার জন্য সবাই মিলে যদি আমরা সে ইতিবাচক ধারা দিতে পারি তাহলে বাংলাদেশকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না।

আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের বরিশালে আগমন উপলক্ষে এবং কর্মী সম্মেলনে সার্বিক প্রস্তুতি বিষয়ে সর্বস্তরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

রোববার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরের সদরোডস্থ একটি রেস্তোরাঁয় আয়োজিত ওই মতবিনিময় সভায় অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পরে দেশ গঠনের জন্য অনেক কাজ বাকি আছে, অনেক ধরনের পদক্ষেপ বাকি আছে। আমাদের দলগত যে পদক্ষেপগুলো আছে সেগুলো সম্বন্ধে আমিরে জামায়াত বলবেন। আর রাষ্ট্র সরকারের যা দরকার সে ক্ষেত্রে কর্মী হিসেবে রাজনৈতিক ময়দানে ভূমিকা রাখার ক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে সে বিষয়ে তিনি বলবেন।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল মহানগরীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগরীর সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক, বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সম্মেলন বাস্তবায়ন কমিটির অধ্যক্ষ প্রচার ও মিডিয়া বিভাগের আহ্বায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ সাইফুল ইসলাম ও মহানগর শূরা সদস্য মোয়াজ্জেম হোসেন হাওলাদার।

বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর বলেন, বরিশালের ইতিহাসে ২১ জানুয়ারি সবথেকে বড় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  এদিন নগরবাসীর একটু কষ্ট হবে, তবে তাদের কষ্ট লাঘবে আমাদের সর্বোচ্চ উদ্যোগ রয়েছে। তারওপর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

তিনি বলেন, বিগত দিনে যে কথাগুলো বলতে পারিনি সেগুলো শুনতে আমাদের প্রতিনিধি, কর্মী, সমর্থকসহ নগরবাসী আসবেন। আমরা একটি সুন্দর প্রোগ্রাম করতে চাই।

বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার তার বক্তব্যে বলেন, আমরা ১৬-১৭ বছর কথা বলতে পারিনি স্বৈরশাসকদের কারণে।  আমাদের মতো সাধারণ মানুষও তাদের মত প্রকাশ করতে পারেনি। এখন সময় এসেছে দেশ গঠন করার, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।

তিনি বলেন, জামায়াত ইসলাম এদেশে ইনসাফ চায়, ন্যায় প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহর দেওয়া বিধানের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি কল্যাণময় রাষ্ট্রে পরিণত করতে চাই আমরা।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।