ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

সালথায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
সালথায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১২ প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের সালথায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজারে শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির মাতুব্বরের সঙ্গে যুবদল নেতা হাসান আশরাফের বিরোধ চলছিল। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে স্থানীয় নকুলহাটি বাজার থেকে নাসিরের সমর্থক রাজুকে মারধর করে হাসান আশরাফের সমর্থকরা। এরই জেরে শনিবার সন্ধ্যায় নকুলহাটি বাজার দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে আখের আলী, মজিবর সরদার, জাহাঙ্গীর, আলমগীর ও রহমানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি নেতা নাসির মাতুব্বর বলেন, কোনো কারণ ছাড়াই গত শুক্রবার রাতে আমার সমর্থক রাজুকে মারধর করে হাসান আশরাফের লোকজন। এ নিয়ে শনিবার দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

যুবদল নেতা হাসান আশরাফ বলেন, আমি এলাকায় ছিলাম না। আমি বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার সঙ্গে ছিলাম। তবে মারামারি আমার লোকজনের সঙ্গে হয়েছে বলে শুনেছি।  

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এখন এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।