ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় ঐক্য সুসংহত করতে সংলাপ জরুরি: খেলাফত মজলিস

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
জাতীয় ঐক্য সুসংহত করতে সংলাপ জরুরি: খেলাফত মজলিস

ঢাকা: জাতীয় ঐক্য সুসংহত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ জরুরি বলে উল্লেখ করেছে খেলাফত মজলিস।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত ‘বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমিরন মাওলানা আবদুল বাছিত আজাদ এ কথা বলেন।

মাওলানা আবদুল বাছিত আজাদ বলেন, ৫ আগস্ট পরবর্তী জনআকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণের প্রথম কাজ ছিল ফ্যাসিবাদ ও সব দোসরদের বিচার করা। ফ্যাসিবাদ ফিরে আসার সব রাস্তা বন্ধ করা। কিন্তু আজ ক্ষমতার বন্দোবস্ত নিয়ে, অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে একধরনের স্নায়ু যুদ্ধ চলছে। নিজেদের মধ্যে বিবাদ কমিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টিতে ঐক্যবদ্ধ কিছু প্রয়াস দেশের স্বার্থে এখন খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য কিছু মৌলিক বিষয়ে একমত হওয়া ও তা বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখা অত্যন্ত জরুরি।

খেলাফত মজলিসের আমির বলেন, দলের ওপর দেশকে বড় করে দেখতে হবে। বিশ্বাস রাখতে হবে, দেশ বাঁচলে আমাদের রাজনীতি বাঁচবে এবং সুখি-সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গড়ে উঠলে দেশের ইতিহাস আমাদের স্মরণে রাখবে। জাতীয় ঐক্য সুসংহত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ জরুরি। দেশের সব সংস্কারে সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে। সংস্কারে দীর্ঘ সময়ে নয় আবার রাতারাতি নির্বাচনও দেশের মানুষ চায় না। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর আন্তসংলাপ ও ঐক্যবদ্ধ ঘোষণার জন্য জাতি অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, একটি বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হলে কুরআন সুন্নাহর আদর্শের দিকে সবাইকে ফিরে আসতে হবে। খেলাফত ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা যুগে যুগে বৈষম্যের অবসান ঘটিয়েছে। আমাদের এই মুহূর্তে দরকার দেশের সার্বভৌমত্বের জন্য ঐক্য এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য ঐক্য। ঐক্যবদ্ধ বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে খেলাফত মজলিস তার ২৫ দফা কর্মসূচি নিয়ে কাজ করছে।

বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে জাতি ঐক্যবদ্ধ রয়েছে। জাতির বৃহত্তর অংশ যা চায় তা রাষ্ট্রে বাস্তবায়নের জন্য ঐক্যের প্রয়োজন। আগামী নির্বাচন ঐক্যমতের ভিত্তিতে হতে হবে। তা না হলে আধিপত্যবাদের দোসরা মাথাচাড়া দিয়ে উঠবে। কোনো দলেরই মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় দ্বিমত থাকার অবকাশ নেই।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন নায়েবে আমির ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ ফরিদ।

ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেন ও মহানগরী উত্তর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আজিজুল হকের পরিচালনায় সভায় বক্তব্য দেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আবদুল লতিফ মাসুম, খেলাফত মজলিস যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলিল, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, গণ অধিকার পরিষদ ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন শাকিল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ রেজাউল করিম, ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফুদ্দিন অহমদ খন্দকার, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিম, ইসলামী যুব মজলিসের সহ-সাধারণ সম্পাদক মুফতি শাব্বির আহমদ ও ইঞ্জিনিয়ার ওমর ফারুক।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
আরকেআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।