ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

গণতন্ত্র ফিরিয়ে আনাই হবে সরকারের মূল দায়িত্ব: মঞ্জু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
গণতন্ত্র ফিরিয়ে আনাই হবে সরকারের মূল দায়িত্ব: মঞ্জু

খুলনা: খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুনের মাধ্যমে নির্যাতন করেছে। লক্ষাধিক মিথ্যা মামলায় ৫০ লাখ মানুষকে আসামি করে মানুষের অধিকার হরণ করেছিল।

অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা কী? সরকারকেও সেটি উপলব্ধি করতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনাই হবে সরকারের মূল দায়িত্ব।

শনিবার (১৮ জানুয়ারি) মহানগরীর সোনাডাঙ্গা থানার ২০ নং ওয়ার্ড বিএনপির সাবেক নেতাদের উদ্যোগে শেখপাড়া বাজার আস্তানা জামে মসজিদ প্রাঙ্গণে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রোববার (১৯ জানুয়ারি) মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাস্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ তাদের দুর্নীতি, লুটপাটের কারণে কার্যত অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার চ্যালেঞ্জ মোকাবিলা না করে চলতি বছরের মাঝপথে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিলো, যা জনগণের ওপর চরম চাপ বাড়াবে। জনগণের ওপর কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে প্রচণ্ড শীতের মধ্যে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসার অনুরোধ করেন।

২০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন খোকনের সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মনি।

এ সময় উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, শামসুজ্জামান চঞ্চল, আকরাম হোসেন খোকন, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, ওমর ফারুক, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, মিজানুজ্জামান তাজ, ইকবাল হোসেন, নাহিদ মোড়ল, লিটু পাটোয়ারী, শাকিল আহমেদ, ওহাব শরীফ, হেলাল চৌধুরী, মোস্তফা জামান মিন্টু, সুলতান মাহমুদ সুমন, পারভেজ মোড়ল, এ আর রহমান, মাসুদ রানা, শরিফুল ইসলাম, হামিদুর রহমান, শামীম রেজা, ইসলাম মোল্লা, মাহমুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা,  জানুয়ারি ১৮,  ২০২৫
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।