ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

টাকা মেরে দেওয়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ, ব্যবসায়িক পার্টনারসহ গ্রেপ্তার ২

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
টাকা মেরে দেওয়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ, ব্যবসায়িক পার্টনারসহ গ্রেপ্তার ২

রাজশাহী: রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে অপহরণের পর আটকে রেখে ২ কোটি ৭০ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া মহানগরীর রাজপাড়া থানার বিলশিমলা এলাকার রায়না কমপ্লেক্স নামের একটি ভবন থেকে অমিকে উদ্ধার করা হয়। জমি ও প্লট বিক্রির টাকার মেরে দেওয়ার অভিযোগে অমির ব্যবসায়ীক পার্টনারই এ কাণ্ড ঘটিয়েছে।

অপরণের শিকার অমি ও অপহরণকারী দুজনই সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ। জমি ও প্লট বিক্রির টাকার লেনদেন সংক্রান্ত বিরোধ থেকেই এই অপহরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আব্দুর রশিদ (৫০) ও মীম ইসলাম (৩০) নামের দুজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৫ এর একটি দল ও মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশ এই অভিযান চালায়। আটক মীম হলেন আব্দুর রশিদের গাড়িচালক।

এর আগে মাদকাসক্ত হওয়ায় এবং টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগ প্রমাণ হওয়ায় ২০২২ সালের ১৯ অক্টোবর জাকির হোসেন অমিকে রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে ইন্টার্নশিপ করছেন বলে জানিয়েছেন, তার বাবা আমির হোসেন।    

অন্যদিকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার জমি ব্যবসায়ী আব্দুর রশিদের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। গত কয়েক বছর ধরে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন তিনি। দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন এলাকার বিরোধপূর্ণ ও খাসজমি দখলের পর বহুতল ভবন তৈরি করে প্লট ও  ফ্ল্যাট বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর জেলা ছাত্রলীগের সাবেক নেতা অমি তার ব্যবসায়ীক পার্টনার ছিলেন।  

এদিকে অমির বাবা আমীর হোসেন মহানগরীর চন্দ্রিমা থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি অভিযোগে বলেছেন, তার ছেলে পেশায় দন্ত চিকিৎসক। তিনি মহাগরীর ছোটবনগ্রাম ব্যাংক টাউন এলাকার অধিবাসী। গত ১৫ জানুয়ারি দিনগত রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সিএনজি অটোরিকশাযোগে গ্রামের বাড়ি বাগমারা থেকে শহরের ছোট বনগ্রামের বাসায় ফিরছিলেন।

বাসায় ঢোকার সময় ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র দল তাকে অপহরণ করে আব্দুর রশিদের বিলশিমলার অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। অপহরণকারীরা তার কাছ থেকে ব্যাংকের চেক ও ফাঁকা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেয়।

এরপর তার কাছ থেকে ২ কোটি ৭০ লাখ টাকার মুক্তিপণ দাবিতে আটকে রেখে মারধর করা হয়। এই ঘটনা জানতে পেরে অমির স্ত্রী মিথিলা পারভিন র‌্যাব-৫ ও চন্দ্রিমা থানায় পৃথক অভিযোগ করেন। এরপর বৃহস্পতিবার রাতে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহরণের শিকার অমিকে উদ্ধার করে।

অন্যদিকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী আব্দুর রশিদ পুলিশকে জানিয়েছেন, এক সময় অমি তার ব্যবসায়িক পার্টনার ছিলেন। তারা দুজনই রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ ছিলেন। বিভিন্ন এলাকার বিরোধপূর্ণ ও খাস জমি ক্রয় করে ফ্ল্যাট ও প্লট করে বিক্রি করেছেন। গত ৫ আগস্টের আগে সাবেক ছাত্রলীগ নেতা অমি এসব কাজে রশিদকে দলীয়ভাবে সহযোগিতা করতেন।

আর বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রশিদ এবং অমি মহানগরীর ডাবতলা ও জিন্নানগর এলাকার বিরোধপূর্ণ দুটি জমি সাবেক মেয়রের প্রভাব খাটিয়ে দখল করেন। ওই জমি দখল বাবদ সাবেক মেয়র ও স্থানীয় কাউন্সিলরসহ কয়েকজনকে ২ কোটি ৭০ লাখ টাকা দেওয়ার কথা ছিল। এই টাকাটা প্লট ক্রেতাদের কাছ থেকে তুলে নেন অমি।

এরই মধ্যে গেল ৫ আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পর সাবেক মেয়রসহ সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতা আত্মগোপন করেন। তাই এই টাকা অমি আর কাউকে দেননি। রশিদ বিষয়টি সম্প্রতি জানতে পেরে টাকা উদ্ধারের জন্য অমির ওপর চাপ দেন। কিন্তু অমি টাকা না দিয়ে তালবাহানা করতে থাকেন। শেষ পর্যন্ত গত ১৫ জানুয়ারি রাতে রশিদের লোকজন অমিকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখেন।  

মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানিয়েছেন, অপহৃত জাকির হোসেন অমির বাবা আমির হোসেন বাদী হয়ে ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহাতা আব্দুর রশিদ ও তার গাড়ি চালক মীম ইসলামকে গ্রেপ্তারের পর আদালতে চালান করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্যও বর্তমানে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এসএস/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।