ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্র বা উপদেষ্টাদের সংস্কারের ব্যাপারে মতামত দেওয়ার অধিকার নেই: হাফিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
ছাত্র বা উপদেষ্টাদের সংস্কারের ব্যাপারে মতামত দেওয়ার অধিকার নেই: হাফিজ

ভোলা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, কিছু কিছু বুদ্ধিজীবী সংস্কারের নাম নিয়ে সময় কাটাচ্ছে। ছাত্র কিংবা উপদেষ্টাদের সংস্কারের ব্যাপারে মতামত দেওয়ার কোনো অধিকার নেই।

সংস্কার করবে জাতীয় সংসদ।

ছাত্ররা এমন কথা বলে যে ১৯৭২ এর সংবিধানকে কবর দেবে। জনপ্রতিনিধিরা সংবিধান প্রণয়ন করেছে আবার জনপ্রতিনিধিরা সেটা সংস্কার করবে। বাংলাদেশের জনগণের ওপর তাদের কোনো আস্থা নেই। তারা মনে করে, নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে, যোগ করেন হাফিজ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ভোলার লালমোহন পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডে নিজের বাসা সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, এটা তো দোষের কিছু না। বিএনপি চায়, এ বছরের জুনের মধ্যে নির্বাচন হোক। বাংলাদেশের জনগণ ভোট দিতে জানে। অতীতের প্রত্যেকটি সুষ্ঠু নির্বাচনে জনগণ সঠিকভাবে তাদের রায় দিয়েছে। জনগণের মতামতের প্রতিফলন সেখানে ঘটেছে। আমরা আশা করি, বর্তমান যে বিশৃঙ্খল অবস্থার মধ্যে আমরা আছি, এর অবসান হওয়া উচিত। আমরা ১৭ বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, জনগণের ভোটাধিকারের জন্য।

ভারতে বসে পতিত শেখ হাসিনা দেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে। ভারতের সাহায্য নিয়ে নানাভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টায় রয়েছে। এ তৎপরতা থেকে মুক্ত হতে হলে জুলাই-আগস্টের গণচেনতাকে ধরে রাখতে হলে, দ্রুত নির্বাচন দিতে হবে, যোগ করেন হাফিজ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, এএমএম ফয়সাল হায়দারসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।