ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি হলেন ইউসুফ হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি হলেন ইউসুফ হোসেন

ফরিদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফরিদপুর মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন এমএম ইউসুফ হোসেন। এর আগে তিনি ফরিদপুর মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি এম এম ইউসুফ হোসেনকে ফরিদপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।