ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় দুস্থ-অসহায় মানুষের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
খুলনায় দুস্থ-অসহায় মানুষের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

খুলনা: খুলনায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে মহানগরীর কেডিএ অ্যাভিনিউস্থ শেখপাড়া তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে বিএনপির সাবেক নেতাদের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শীতবস্ত্র বিতরণ করেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

এ সময় তিনি বলেন, ১৬ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। আমাদের কোনো বিভেদ নেই। তবে আমাদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হয়েছে। সেটা পারবে না। আমরা এগিয়ে যাবো। আমাদের ধৈর্য ধরতে হবে। ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি। নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি। এটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন, প্রতিবছর শীতের তীব্রতায় এবং শৈত্যপ্রবাহে দেশের স্বল্প আয়ের মানুষ শীত বস্ত্রের অভাবে কষ্ট করে থাকে। তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে প্রচণ্ড শীতের মধ্যে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসার আহ্বান জানান। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

ইকবাল হোসেন খোকনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, সাদিকুর রহমান সবুজ, শামসুজ্জামান চঞ্চল, আকরাম হোসেন খোকন, ইশহাক তালুকদার, তরিকুল্লাহ খান, রবিউল ইসলাম রবি, বাচ্চু মীর, আনিসুর রহমান আরজু, হেদায়েত হোসেন হেদু, মিজানুজ্জামান তাজ, মনিরুল ইসলাম, মোস্তফা জামান মিন্টু, আলম হাওলাদার, আলমগীর হোসেন আলম, সেলিম বড় মিয়া, আমিনুল ইসলাম বুলবুল, শাকিল আহমেদ, মেজবাউল আলম পিন্টু, নুরুল ইসলাম লিটন, সুলতান মাহমুদ সুমন, আবু দাউদ, আবু মাস্টার, আসমত হোসেন, পারভেজ মোড়ল, টিপু হাওলাদার, এ আর রহমান, ফিরোজ আহমেদ, আবিদ হোসেন, সিরাজুল ইসলাম সিরাজ, এম এম হোসেন সজল, ইউনুচ শেখ, রাসেল ফরাজী, বায়জিদ হোসেন, শামীম রেজা, সজল আকন নাসির, জুয়েল রহমান, রাকিব ফেরদৌস, রুহুল আমিন রাসেল, শাহনেওয়াজ, জীবন মীর প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।