বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় আব্দুল্লাহ আল-মামুন (২৭) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশমাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল-মামুন বগুড়ার জেলার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের কালশিমাটি উত্তর পাড়ার আব্দুল মান্নানের ছেলে। এছাড়া তিনি গাড়িদহ ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক।
বগুড়া শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, গত ২ নভেম্বর দায়ের করা রাজনৈতিক মামলার আসামি আল-মামুনকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। বিকেলের দিকে তাকে আদালতে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
এসআরএস