ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

‘সরকার পতনে ছাত্রদল গুরুত্বপূর্ণ অবদান রেখেছে’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
‘সরকার পতনে ছাত্রদল গুরুত্বপূর্ণ অবদান রেখেছে’  আলোচনা সভায় বক্তব্য রাখছেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু।

ফরিদপুর: নানা আয়োজনে ফরিদপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।  

এ উপলক্ষে বুধবার (০১ জানুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের ব্রাহ্মসমাজ সড়কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরপর একটি র‌্যালি ফরিদপুর শহর প্রদক্ষিণ করে গোলপুকুর ড্রিমের সামনে গিয়ে শেষ হয়।  

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ, যুব দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ লিংকন, যুব দলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল ইসলাম পিংকু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, ফরিদপুর জেলা ও মহানগর এবং রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি আবু বকর সিদ্দিক, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আশরাফ উজ্জামান (নোমান) প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৭৯ সালে বিএনপির প্রতিষ্ঠাতা ‌শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা ‌ করেছিলেন। তারা ছাত্রদলের বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরে বলেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ছাত্রদলের নেতা কর্মীদের হত্যা করেছে। বিগত ১৭ বছর আমাদের নেতাকর্মীদের ওপর অত্যাচার হয়েছে। তাদের হত্যা করা হয়েছে, জেল জুলুম হয়রানির শিকার হয়েছে। ৫ আগস্ট হাসিনার পতন হয়েছে। দেশ স্বাধীন হয়েছে, এখন আমরা ইচ্ছামত কথা বলতে পারছি। এরশাদ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিকা রেখেছে। শেখ হাসিনা সরকার পতনেও জাতীয়তাবাদী ছাত্রদল গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে মন্তব্য করে বক্তারা আরও বলেন, দেশে এখন নব্য দালাল গোষ্ঠী সৃষ্টি হয়েছে, ‌তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে প্রগতির পথে নেওয়ার জন্য আপনাদের কাজ করতে হবে। দেশের মানুষের মুখে হাসি ফোটাতে হবে। তারেক রহমান ৩১ দফা সংস্কার দিয়েছেন সে লক্ষ্য বাস্তবায়নে ‌কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ও উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।