ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

গত নির্বাচনে পুরো জাতীয় পার্টি অংশ নেয়নি: কাজী মামুনুর রশীদ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
গত নির্বাচনে পুরো জাতীয় পার্টি অংশ নেয়নি: কাজী মামুনুর রশীদ দোয়া ও আলোচনা সভায় বক্তারা

ঢাকা: ২০২৪ এর নির্বাচনে পুরো জাতীয় পার্টি অংশ নেয়নি। জাতীয় পার্টির নাম নিয়ে ২৬ জন সুযোগসন্ধানী নির্বাচন করেছেন।

এসব বলেছেন জাতীয় পার্টির (রওশনপন্থী) মহাসচিব কাজী মো. মামুনুর রশীদ।  

বুধবার (০১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

কাজী মো. মামুনুর রশীদ বলেন, ২০২৪ এর নির্বাচনে গোটা জাতীয় পার্টি অংশগ্রহণ করেনি। জাতীয় পার্টির নাম নিয়ে নির্বাচন করেছে ২৬ জন সুযোগ সন্ধানী। ২০২৪ সালের নির্বাচনের সব দল অংশগ্রহণ করেনি। ওই নির্বাচন আমরা যারা বর্জন করেছিলাম, আজ এখনে তারাই সমবেত হয়েছি।  

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ বুকে ধারণ করেই আমরা একটি শক্তিশালী সুসংগঠিত জাতীয় পার্টি পুনর্গঠন করতে চাই। অচিরেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য এখন থেকে জাতীয় পার্টিকে প্রস্তুত করতে থাকব।

মহাসচিব বলেন, একদিন যারা এরশাদের নামে জিন্দাবাদ দিয়েছেন, তারা সবাই এখন ঐক্যবদ্ধ নেই। কেউ জাতীয় পার্টির নাম ব্যবহার করছেন, কিন্তু এরশাদের আদর্শ ধারণ করছেন না। তার ছবিও ব্যবহার করছেন না। কেউ কেউ জাতীয় পার্টির নামে দল পরিচালনা করছেন, কিন্তু নির্বাচনী ইশতেহার থেকে এরশাদের ছবি মুছে দিয়ে নির্বাচন করেছেন।  

তিনি বলেন, পোস্টারে হুসেইন মুহম্মদ এরশাদের ছবি রাখা হয়নি, অথচ অন্য দলের নেতা-নেত্রীদের ছবি ব্যবহার করে জাতীয় পার্টির নামে নির্বাচন করেছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, এরা এরশাদের রাজনীতির উত্তরসূরি নয়। তারা সুবিধাবাদী এবং স্বার্থান্বেষী। তা না হলে ২০২৪ সালের নির্বাচনে গোটা জাতীয় পার্টিকে কবরের কিনারে পৌঁছে দিয়ে ২৬ আসনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না। জাতীয় পার্টির নাম মুখে নিতে হলে জাতীয় পার্টির নেতা-কর্মী-সমর্থকদের কাছে তাদের ক্ষমা চাইতে হবে।  

আলোচনা সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ওহিদুর রহমান তরুণ, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হাফসা সুলতানা, প্রেসিডিয়াম সদস্য আবু সাইদ গোফরান, নুরুল ইসলাম মিলন, নিগার সুলতানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।