ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু  প্রতীকী ছবি

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার গুড়াবাড়ি ঘাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (০১ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার জয়পুরহাট সদর উপজেলার তেঘড়া দণ্ডপানি গ্রামের বাসিন্দা।

তিনি উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও সদর উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন দেলোয়ার। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা দেলোয়ারকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ার হোসেন রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।