ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

ঈশ্বরদী উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মিন্টু ঢাকায় আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
ঈশ্বরদী উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মিন্টু ঢাকায় আটক আবুল কালাম আজাদ মিন্টু

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে আটক করেছে পুলিশ।  

৫ আগস্টের পর থেকে তিনি ঢাকায় বাড়ি ভাড়া করে আত্মগোপনে ছিলেন।

 

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে আটক করে তেজগাঁও থানা পুলিশ।

বিষয়টি ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

ওসি শহিদুল ইসলাম শহীদ জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে ফার্মগেট এলাকায় স্থানীয়রা আটক করে রাখে। খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ মিন্টু রাজধানীর ৯১ নম্বর পূর্ব রাজাবাজার এলাকায় ভাড়া থাকতেন। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফার্মগেট এলাকায় তাকে আটক করে লেগুনা স্ট্যান্ডের স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে তাকে আনন্দ সিনেমা হলের ভেতরে আটকে রেখে মারধর করে মোটা অঙ্কের অর্থ আদায়ের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে তেজগাঁও থানা পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। বিষয়টি ঈশ্বরদী থানা পুলিশকে অবগত করা হয়েছে।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ বাংলানিউজকে জানান, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুকে এখনো ঈশ্বরদী থানা পুলিশ হেফাজতে পায়নি। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা রয়েছে। পরে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।