ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

এবার ফেনীর মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আ.লীগ আবার ফিরবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এবার ফেনীর মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আ.লীগ আবার ফিরবে’ ফেনী শহরের বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠেছে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয়বাংলা’

ফেনী: এবার ফেনী শহরের বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠেছে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয়বাংলা’।  ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলটির এমন চোরাগোপ্তা প্রচারণায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত মসজিদের এলইডি স্ক্রিনে এই লেখা দেখতে পান সাধারণ মুসল্লিরা। এটি দেখে বিক্ষুব্ধ হয় জনতা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মসজিদের জমির হোসেন নামের একজনকে আটক করে পুলিশ।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা একজন আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার প্রতিনিধিসহ সাধারণ মানুষ বলছেন, এই মসজিদের কমিটিতে আওয়ামী লীগের লোকজন আছে। তারাই এমন ন্যক্কারজনক কাজ করেছে।

এর আগে গত ১৪ ডিসেম্বর রাতে খুলনা রেলওয়ে স্টেশনে মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ বলে একটি লেখা ভেসে ওঠে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা রেলস্টেশনে যান। সেখানে তারা এ ঘটনায় বিক্ষোভ করেন। ওই ঘটনায় ডিজিটাল ব্যানার নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা একজনকে আটক করা হয়েছে।  

তারও আগে ২৪ অক্টোবর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের বর্হিগমন পথের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা প্রদর্শন হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার পর তা প্রদর্শন বন্ধ করে দেয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান দলটির প্রধান শেখ হাসিনা। আওয়ামী লীগের অন্য নেতা-কর্মীরাও আত্মগোপনে চলে যান।

সরকারি হিসাবে, ওই অভ্যুত্থান দমনে আওয়ামী লীগ সরকারের বলপ্রয়োগে প্রায় আটশ মানুষ প্রাণ হারিয়েছেন। আর ছাত্র আন্দোলনকারীদের হিসাবে এ সংখ্যা দেড় সহস্রাধিক।

অভ্যুত্থানের পর থেকে আন্দোলনকারীরা গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার দাবি করে আসছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এসএইচডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।