ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

সচিবালয়ে আগুন নাশকতা কি না, সর্বশক্তি দিয়ে তদন্ত করতে হবে: জোনায়েদ সাকি

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
সচিবালয়ে আগুন নাশকতা কি না, সর্বশক্তি দিয়ে তদন্ত করতে হবে: জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি

সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এটি নাশকতার অংশ কি না, রাষ্ট্রের সমস্ত শক্তি দিয়ে এর তদন্ত করতে হবে। দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় কুমিল্লা টাউন হল মিয়লনায়তনে আয়োজিত গণসংলাপের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র দাবিতে গণসংলাপটি অনুষ্ঠিত হয়।  

জোনায়েদ সাকি বলেন, একাত্তরের যে আকাঙ্ক্ষা বাস্তবায়নে স্বাধীনতা পরবর্তী সরকারগুলো ব্যর্থ হয়েছে, চব্বিশে এর পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। জুলাই অভ্যুত্থানে শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচারই হবে এ রাজনৈতিক বন্দোবস্তের অঙ্গীকার।  

দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, শহীদদের রক্তের ঋণই হলো নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা। জনগণের অংশগ্রহণের মাধ্যমেই সত্যিকার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বদল ঘটানো সম্ভব। গণসংহতি আন্দোলন সে কারণেই দেশব্যাপী গণসংলাপের আয়োজন করে জনগণের মতামত নিচ্ছে।  

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্যে সর্বাধিক মনোযোগ দিয়ে সুস্থ দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষের দিতে এগোবে। আর এরকম দেশ গড়ে তোলার জন্য সাংবিধানিক, রাজনৈতিক, বিচারবিভাগীয় সংস্কার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই হতে হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অগ্রাধিকার।

এতে আরও বক্তব্য দেন রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমী, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, ঢাকা মহানগর উত্তরের সদস্য রতন তালুকদার, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী ওরফে আবু, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দীন আহমদ, ভাসানী অনুসারী পরিষদের জেলা সহ-সভাপতি মোতাহার হোসের বাবুল, সাংবাদিক সাইয়েদ মাহমুদ পারভেজ, কুমিল্লা জজ কোটের আইনজীবী আরিয়া ইমাম, কুমিল্লা মহানগর জিএসডির আহ্বায়ক শিরিন আকতার, ব্যবসায়ী খসরু আহাম্মেদ, কুমিল্লা মহানগর, জেলা ও থানার নেতারা।  

জেলা সদস্যসচিব মুহাম্মদ হাবিবুর রহমান লিটনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা আহ্বায়ক ইমরাদ জুলকারনাইন ইমন।  

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।