ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

গুরুদাসপুরে বিএনপি নেতাকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
গুরুদাসপুরে বিএনপি নেতাকে অব্যাহতি

নাটোর: নাটোরের গুরুদাসপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল শেখকে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব মো. রহিম নেওয়াজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু তথ্যটি নিশ্চিত করে রাতে বাংলানিউজকে বলেন, দলীয় সিনিয়র নেতাদের সম্পর্কে অশালীন বক্তব্য ও আপত্তিকর মন্তব্য করা এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ড করায় ১৪ নভেম্বর তাকে শোকজ করা হয়। তিনদিনের মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশে তিনি যে, জবাব দিয়েছেন তা সন্তোষজনক ছিল না। এ কারণে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে তার সাংগঠনিক পদ ও দলীয় সব সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপিতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার নামে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে জানতে সদ্য অব্যাহতি পাওয়া বিএনপি নেতা মো. শহিদুল শেখের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।