ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভারতের স্বার্থরক্ষায় ব্যস্ত ছিল বিগত সরকার: চরমোনাই পীর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
ভারতের স্বার্থরক্ষায় ব্যস্ত ছিল বিগত সরকার: চরমোনাই পীর

বরিশাল: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ( চরমোনাই পীর) বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও বাংলাদেশ সেই সাম্য, মর্যাদা, ন্যায় ও বিচার প্রতিষ্ঠা করতে পারেনি, যেসব উদ্দেশ্য নিয়ে দেশের মানুষ রক্ত ​​দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল।

রোববার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ পূর্ব উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর  বলেন, বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দেশের টাকা পাচার করে বিদেশে ‘বেগমপাড়া’ তৈরি হয়েছে। যখন বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার দাবি করতে রাস্তায় নামে, তখন তাদের গুম করা হয়। দিনের ভোট রাতে হয়ে যায়, মেধাবী সন্তানদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়।

তিনি বলেন, বিগত সরকার শপথ নেওয়ার আগেই সরকারের দালালরা ভারতের সঙ্গে এমন সব চুক্তি করেছে, যা শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষা করেছে। এসব চুক্তির মাধ্যমে বাংলাদেশের কোনো উপকার হয়নি, বরং তারা বলেছেন 'ভারতকে যা করেছি, তা ভারত সারা জীবন মনে রাখবে। ' ভারতের দালালরা বাংলাদেশের মাটিকে কলঙ্কিত করেছে, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের স্বার্থ না দেখে, বিদেশি স্বার্থ রক্ষায় ব্যস্ত ছিল।

গণসমাবেশে বক্তারা ছাত্র জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি করেন। তারা সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা এবং ইসলামী সমাজভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. নুরুল ইসলাম আল আমিন, বরিশাল জেলা সহ-সভাপতি শেখ শামসুল আলম মিলন, এবং অন্যান্য নেতারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা মো. মাহবুব হোসেন ইলিয়াস।  

সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আব্দুল খালেক হাওলাদার ও যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. সোলায়মান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মো. কাউছারুল ইসলাম জেলা উপদেষ্টা আলহাজ্ব মো. মোজাম্মেল হক আকন।

ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল জেলা সভাপতি মাওলানা মো. নাসির উদ্দিন (রোকন) ডাকুয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সানাউল্লাহ।

সমাবেশে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।