ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার আমলে বিচারের নামে প্রহসন হয়েছে: জামায়াত আমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
শেখ হাসিনার আমলে বিচারের নামে প্রহসন হয়েছে: জামায়াত আমির

নীলফামারী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনার নামে খুন, গুম ও হত্যা মামলা হয়েছে। আমরা ন্যায় বিচার চাই।

ন্যায্য বিচার চাই। শেখ হাসিনার সময় বিচারের নামে প্রহসন হয়েছে, অন্যায় করা হয়েছে ফরমায়েশি রায় প্রদান করা হয়েছে।  

শুক্রবার (৮ নভেম্বর) সকালে নীলফামারী জেলা জামায়াত ইসলামী আয়োজিত জেলা শহরের পৌরসভা মাঠে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বিশেষ অতিথির বক্তব্য দেন।  

জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলামের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার বক্তব্য দেন।  

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, গত ১৫ বছর জামায়াতের নেতাকর্মীদের ওপর নির্মম অচ্যাচার নির্যাতন করা হয়েছে। দলীয় কার্যালয়গুলো সিলগালা করে দেওয়া হয়। বাড়িতেও থাকতে পারেনি নেতাকর্মীরা। বাড়িতে বসলেও জঙ্গি হিসেবে আখ্যা দিয়ে মামলা দেওয়া হয়েছে।  

শুধু জামায়াত নয়, বিরোধী মতের সবার ওেপর পাশবিক নির্যাতন করা হয়েছে। অন্যায়ের বিচার হতে হবে, না হলে অন্যায়কারীরা উৎসাহ পাবে অপরাধ কমবে না। শেখ হাসিনা যেমন ছিলেন তার উজির নাজিররাও একই রকমের ছিলেন। কে কত মিথ্যা বলতে পারবে সেই প্রতিযোগিতা ছিল গত ১৫বছরে।

ডা. শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পরপরই বিডিআর বিদ্রোহের নামে মেধাবী সেনা কর্মকর্তাকে হত্যা করা হয় পরিকল্পিতভাবে। শেখ হাসিনার নিদের্শেই এটি করা হয়। গত ১৫বছরে যত অন্যায় অত্যাচার জুলুম করা হয়েছে তা ছিল শেখ হাসিনার মদদেই।

দলীয় নেতাকর্মীদের আইন হাতে তুলে না নেওয়ার পরামর্শ দিয়ে জামায়াতের আমির বলেন, জামায়াত কোনো অন্যায় করবে না, অত্যাচার করবে না। মানুষের ক্ষতি করবে না। যেখানে অন্যায় দেখবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবেন।

এদিকে কর্মীসভা ঘিরে লক্ষাধিক মানুষের জমায়েত হয় নীলফামারী শহরে। অনুষ্ঠানস্থল ছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে মানুষের ছিল উপচেপড়া ভিড়।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।