ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভারতে পালানোর সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
ভারতে পালানোর সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

বেনাপোল (যশোর): বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় তাজউদ্দীন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (৬ নভেম্বর) সকালে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তাজউদ্দীন ভোলার বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি।  

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক মজুমদার জানান, সকালে তাজউদ্দীন বেনাপোল ইমিগ্রেশনে এসে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে তিনি বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি। পরে যাচাই করে দেখা যায়, তার নামে ভোলা সদর থানায় একটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ইমিগ্রেশন পুলিশ তাজউদ্দীন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে পোর্ট থানায় হস্তান্তর করেছে। তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।