ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সৈয়দপুরে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
সৈয়দপুরে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারী: ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে জামায়াতে ইসলামীর সমাবেশ হয়েছে। সেই সঙ্গে আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে।

 

সোমবার (২৮ অক্টোবর) রাতে স্থানীয় তামান্না মোড়ে আয়োজিত সমাবেশে জামায়াত-শিবিরের নেতাকর্মী ও জনসাধারণ অংশ নেন। এতে সমাবেশটি মহাসমাবেশ পরিণত হয়।  

সংগঠনটির সৈয়দপুর শহর শাখার আমির মো. শরফুদ্দিন খানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য ও নীলফামারী জেলা জামায়াতের নায়েবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. খায়রুল আনাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের সুরা সদস্য ও সৈয়দপুর উপজেলা আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, নীলফামারী শহর শাখার সেক্রেটারি অ্যাভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী, সাবেক উপজেলা আমির মাওলানা লুৎফর রহমান, সাবেক উপজেলা আমির শিক্ষাবিদ গোলাম মোস্তফাসহ অনেকে।  

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ওলামা বিভাগের সভাপতি ও চাপড়া ইউনিয়নের সাবেক চেয়ারময়ান জাহাঙ্গীর আলম লালন, সৈয়দপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাজহারুল ইসলাম, পেশাজীবী বিভাগের উপজেলা সভাপতি খায়রাত হোসেন বসুনিয়া, জেলা শিবিরের সাবেক সভাপতি ও সৈয়দপুর শহর জামায়াতের অফিস সম্পাদক আবু বকর, তারবিয়াত সেক্রেটারি খায়রুল বাশার, উপজেলা মানবসম্পদ বিভাগের রেজওয়ানুল হাসান, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা সাজেদুর রহমান, উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম, শহর শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মোমেন, তালিমুল কুরআন বিভাগের মোখলেছুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা খলিলুর রহমান, কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সৈয়দপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল মুয়ীদ আলাল, সাবেক শহর সভাপতি মো. সাহাবাজ উদ্দিন সবুজ, শিবিরের নীলফামারী শহর শাখার অফিস সম্পাদক সেলিম উদ্দিন, ছাত্রশিবির সৈয়দপুর পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি সাদিক আব্দুল্লাহ শিমুল, সোনাখুলী সাংগঠনিক থানা শাখা সভাপতি নাসিব আল হাসান নূরসহ অনেকে।

প্রধান অতিথি ড. খায়রুল আনাম বলেন, ২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবরের পথ ধরে আওয়ামী লীগ যে সন্ত্রাসী রাজনীতি শুরু করেছিল, তা ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। তখন থেকে দেশকে রাজনীতিশূন্য করার প্রক্রিয়াও শুরু হয়। তারই ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার, বাকস্বাধীনতা, ভোটাধিকারসহ মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হয়।  

শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলীর সঞ্চালনায় পবিত্র কোরআনের তিলাওয়াত করেন সাদেকুল ইসলাম। শেষে ২৮ অক্টোবর এর ওপর বড় পর্দায় আলোকচিত্র প্রদর্শন করা হয়। সমাবেশে বক্তব্যের ফাঁকে ফাঁকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সৈয়দপুর সমন্বিত সংসদ সৈসাসের শিল্পীরা।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।