ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

রাজনীতি

অভ্যুত্থানে আহত পথশিশুদের দায়িত্ব নিলেন তারেক রহমান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
অভ্যুত্থানে আহত পথশিশুদের দায়িত্ব নিলেন তারেক রহমান

ঢাকা: জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানসহ বিভিন্ন স্থানে পথশিশুরাও রাজপথে নেমে এসেছিল। তারাও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে স্লোগান দিয়েছে।

সে সময় গুলিতে পথশিশুদের অনেকে আহত হয়েছে। তাদের সুচিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর গুলিস্তানে সুমন, ইব্রাহিম, হৃদয় ও বৃষ্টির মতো আহত কয়েকজন পথশিশুর সঙ্গে দেখা করে তাদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় আহত পথশিশুদের চিকিৎসা এবং তাদের নিয়মিত খোঁজখবর রাখার জন্য শিশু সুমনকে একটি মোবাইল ফোন দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’- এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির অন্যতম সদস্য মাসুদ রানা লিটন, মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, রুবেল আমিন ও শাহাদত হোসেন প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, যুবদলের ডা. তৌহিদুর রহমান আউয়াল, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শারিফুল ইসলাম, মশিউর রহমান মোহান, ছাত্রনেতা রুবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।