ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

রাজনীতি

রাঙামাটিতে আ. লীগ অফিসে আগুন, জেলা পরিষদে ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
রাঙামাটিতে আ. লীগ অফিসে আগুন, জেলা পরিষদে ভাঙচুর

রাঙামাটি: শেখ হাসিনা সরকারের পদত্যাগ করে দেশে ছাড়ার পর সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত। এরপর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে ভাঙচুর চালায় তারা।

এদিকে জেলা শহরের বনরূপা এলাকার পুলিশ চেকবক্স ভাঙচুর চালানো হয়। তবে সেই সময় পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিল না।

জানা গেছে, জেলার বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস আল মামুন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আহম্মেদের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।  

শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন এলাকা থেকে স্থানীয় জনতা, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সড়কে নেমে আনন্দ মিছিল করেছেন। তবে পুরো শহর এখন স্তব্দ রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।