ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১১ মামলায় জামিনে মুক্ত নারায়ণগঞ্জ বিএনপির সদস্য সচিব টিপু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
১১ মামলায় জামিনে মুক্ত নারায়ণগঞ্জ বিএনপির সদস্য সচিব টিপু

নারায়ণগঞ্জ: ১১ মামলায় জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিএনপির টানা অবরোধের তৃতীয় দফায় তিনি অবরোধের সমর্থনে মিছিল থেকে শহরের সেন্ট্রাল খেয়াঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন। প্রায় ৮২ দিন কারাভোগের পর মুক্তি পেলেন তিনি।

এদিকে তার মুক্তির খবরে আগে থেকেই কারা ফটকে জড়ো হন দলটির নেতাকর্মীরা। শত শত নেতাকর্মী ফুলের মালা ও ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেন।

এ সময় টিপু ফুল নিতে চাননি এবং বলেন, যতদিন আমার মা আমার নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি না পাবেন ততদিন আমি কোনো ফুল নেব না। কমিটির সদস্য সচিব হয়েও ফুলনেয়নি এখনো নেব না।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এমআরপি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।