ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

বরগুনা জেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
বরগুনা জেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার 

বরগুনা: নাশকতাচেষ্টার মামলায় বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বরগুনা পৌরসভার ডিকেপি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বরগুনা পৌরসভার ডিকেপি রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নুরুল ইসলাম রনিকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বরগুনা থানায় দায়েরকৃত একটি নাশকতাচেষ্টার মামলায় তিনি এজাহার ভুক্ত আসামি।  

এ বিষয়ে বরগুনা জেলা ডিবির  ওসি বশির আলম বলেন, রনির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে তাকে আদালতে হাজির করা হবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।