ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দেশ বাঁচাতে এই সরকারকে না বলুন: ১২ দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
দেশ বাঁচাতে এই সরকারকে না বলুন: ১২ দল

ঢাকা: নাগরিকদের প্রতি দেশ বাঁচানোর আহ্বান জানিয়ে ক্ষমতাসীন সরকারকে ‘না’ বলতে অনুরোধ করেছে বিএনপি নেতৃত্বাধীন ১২ দলীয় জোট।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে শেখ হাসিনার পদত্যাগ ও তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে ১২ দল।

পরে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতারা। সে সময় দেশবাসীর প্রতি সরকার ও শেখ হাসিনাকে না বলার আহ্বান করেন তারা।

১২ দলীয় নেতারা বলেন, ভার্চুয়াল প্ল্যাটফর্মে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ লিডারস সামিট ২০২৩ এর বক্তৃতায় সরকারপ্রধান শেখ হাসিনা বলেছিলেন, ‘বিশ্ব বাঁচাতে যুদ্ধকে না বলুন। ’ উনি বিশ্ব নিয়ে চিন্তা করেন। অথচ নিজের দেশের মানুষকে ভাতে ও আঘাতে মারতে শুরু করেছেন তিনি! জনগণের ভোটাধিকার হরণ ও গণতন্ত্রকে হত্যা করে চলেছেন! তাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দেশ বাঁচাতে, গণতন্ত্র বাঁচাতে শেখ হাসিনাকে না বলুন।

তারা বলেন, আওয়ামী লীগ জোর করে নির্বাচন কমিশনকে দিয়ে তাড়াহুড়া করে তফসিল ঘোষণা করিয়েছে। এখন আবার ওবায়দুল কাদেররা বলেন নির্বাচন কমিশন চাইলেই নির্বাচন পেছাতে পারবেন। কারণ, তারা গণঅভ্যুত্থানের মাধ্যমে নিজেদের পতনকে অনুভব করতে পারছেন।

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে জোট নেতারা আরও বলেন, বর্তমানে দেশে চরম পরিস্থিতি বিরাজ করছে। শহর-গ্রামের মানুষের অবস্থা এখন দুর্ভিক্ষের তালিকায় পৌঁছে গেছে। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। মানুষ অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। তাই দেশের মানুষকে জালিমের হাত থেকে মুক্তি দিতে ১২ দলীয় জোট রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

বিক্ষোভ মিছিল সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, জাতীয় পার্টির হান্নান আহমেদ খান বাবলু, কামাল উদ্দিন, কাজী মো. নজরুল , জাগপার নেতা অধ্যাপক ইকবাল হোসেন, আসাদুর রহমান খান, বাংলাদেশ এলডিপির তমিজউদদীন টিটু, এম এ বাশার, বাংলাদেশ জাতীয় দলের শামসুল আহাদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা রশীদ বিন ওয়াক্কাস, মুফতী আতাউর রহমান খান, মাওলানা এমএ কাশেম ইসলামাবাদী, ইসলামী ঐক্য জোটের মো. ইলিয়াস রেজা, বাংলাদেশ লেবার পার্টির মো. হুমায়ুন কবির, শরীফুল ইসলাম, হাবিবুর রহমান, যুব জাগপার নজরুল ইসলাম বাবলু, যুব জমিয়তের মুফতী কামরুজ্জামান কাসেমী, ছাত্র সমাজের কাজী ফয়েজ আহমেদ, মেহেদী হাসান, ফাহিম হোসাইন, ছাত্র জমিয়ত বাংলাদেশের নিজাম উদ্দিন আল আদনান, খালেদ মাহমুদ প্রমুখ।

সমাবেশের আগে বিক্ষোভ মিছিলটি বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে কাকরাইলে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
টিএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।