ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাসদের পার্লামেন্টারি বোর্ডের সভা বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
জাসদের পার্লামেন্টারি বোর্ডের সভা বৃহস্পতিবার

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) পার্লামেন্টারি বোর্ডের সভা বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বুধবার (২২ নভেম্বর) জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, দলের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন যাচাই-বাছাই, প্রয়োজনে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে মনোনয়ন বোর্ড দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি ও মনোনয়ন বোর্ডের সভাপতি হাসানুল হক ইনু।

গত ১৮-২১ নভেম্বর চার দিনব্যাপী জাসদের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়নের জন্য আবেদন ফরম বিক্রি করা হয়। চারদিনে সশরীরে ও অনলাইনে জাসদের দলীয় ৩৯১ জন প্রার্থী আবেদনপত্র সংগ্রহ করেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।