ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাসদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৮৭ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
জাসদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৮৭ জন জাসদের লোগো

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৮৭ জন।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত জাসদের মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে দলীয় সূত্রে এ তথ্য জানা যায়।

এরআগে, গত ১৮ নভেম্বর বিকেল ৩টা থেকে জাসদের মনোনয়নপ্রত্যাশীরা দলীয় কার্যালয়ে এসে এবং অনলাইনে নির্ধারিত পাঁচ হাজার টাকা ফি দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চার দিনে বিভিন্ন আসনের বিপরীতে দলটির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৮৭ জন।

জাসদের মনোনয়নপত্র সংগ্রহকারী ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নেত্রকোনা-২ অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, সিলেট-৬ লোকমান আহমেদ, চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ বীর মুক্তিযোদ্ধা সবেদ আলী, মৌলভীবাজার-১ এ এম মোনায়েম মনু, লালমনিরহাট-১ ডাক্তার হাবিব মো. ফারুক, চাঁপাইনবাবগঞ্জ-১ অধ্যাপক আবু বাক্কার, চাঁপাইনবাবগঞ্জ-২ বীর মুক্তিযোদ্ধা মেহের আলী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আব্দুল হামিদ রুনু, বগুড়া-৬ এ বি এম জাকিরুল হক টিটন, বগুড়া-৩ মো. নজরুল ইসলাম, বাগেরহাট-৩ শেখ নুরুজ্জামান মাসুদ, নওগাঁ-১ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. শাহজাহান, নওগাঁ-২ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, নওগাঁ-৩ বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী, নওগাঁ-৪ অ্যাডভোকেট মো. রিয়াজউদ্দিন, নওগাঁ-৫ এস এম আজাদ হোসেন মুরাদ, নওগাঁ-৬ অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন বুলবুল, সুনামগঞ্জ-১ এ কে এম ওহীদুল ইসলাম কবীর, ময়মনসিংহ-৯ অ্যাডভোকেট গিয়াসউদ্দিন, ময়মনসিংহ-১১ অ্যাডভোকেট সাদিক হোসেন, ময়মনসিংহ-৭ রতন সরকার, ময়মনসিংহ-২ অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, ময়মনসিংহ-৪ অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, ঢাকা-১৬ মো. নুরুন্নবী, ঢাকা-৭ হাজী ইদ্রিস বেপারী, কিশোরগঞ্জ-৬ রফিকুল ইসলাম রাজা, টাঙ্গাইল-৮ মো. রফিকুল ইসলাম, হবিগঞ্জ-১ মো. আব্দুল মান্নান, রংপুর-৩ সাইদুল ইসলাম, নারায়ণগঞ্জ-৫ মো. শাহজাহান, পটুয়াখালী-১ কে এম আনোয়ারুজ্জামান মিয়া, টাঙ্গাইল-৬ সৈয়দ নাভেদ হোসেন, বরিশাল-৩ কাজী সিদ্দিকুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়া-৩ মো. আবদুর রহমান খান ওমর।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৩টায় জাসদ পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
আরকেআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।