ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে বিএনপির মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
নারায়ণগঞ্জে বিএনপির মশাল মিছিল

নারায়ণগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা সর্বাত্মক হরতালের সমর্থনে শহরে ঝটিকা মশাল মিছিল করেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা।

রোববার ( ১৯ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের নেতৃত্বে শহরে ঝটিকা মশাল মিছিল বের করে মহানগর বিএনপির নেতাকর্মীরা।

মশাল মিছিলটি শহরের উকিলপাড়া থেকে শুরু করে কালিরবাজার মোড় হয়ে দিগুবাবুর বাজারের সামনে দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময়ে মহানগর বিএনপির নেতাকর্মীরা মশাল মিছিল থেকে স্লোগান দেন, অবৈধ তফসিল মানি না, মানবো না।

এছাড়াও মশাল মিছিল থেকে সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন নির্বাচনসহ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন মহানগর বিএনপির নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা,নভেম্বর ১৯, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।